Home » গায়ক-গীতিকারদের নিয়ে ‘গানওয়ালাদের গান’
লিড নিউজ সঙ্গীত

গায়ক-গীতিকারদের নিয়ে ‘গানওয়ালাদের গান’

সংগীতশিল্পী জয় শাহরিয়ার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন দেশের গায়ক-গীতিকারদের এক মঞ্চে নিয়ে আসার। এবার সেই চেষ্টা পূরণ হতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে হবে গানের আসর ‘গানওয়ালাদের গান’। অন্য কনসার্টের চেয়ে এটি ব্যতিক্রম; কারণ, এখানে শিল্পীদের সবাই গায়ক-গীতিকার।

ব্যতিক্রমী আয়োজনটি করেছে জয়ের প্রতিষ্ঠান আজব কারখানা। প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, ‘গানওয়ালাদের গান’-এ জয় শাহরিয়ার ছাড়াও গাইবেন লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত। আয়োজনটি নিয়ে জয় বলেন, ‘বাংলা গানে সিঙ্গার-সং রাইটারদের বিচরণ অনেক আগে থেকে। তাদের প্রভাবও বিশাল। আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা।

গানওয়ালারা নিজেদের মতো করেই থাকেন। একটু আড়ালে থাকেন, সামনে আসতে তারা হয়তো ততটা পছন্দ করেন না। বলা যায়, তারা একা। তাদের আলাদা কিছু দর্শন থাকে। আমিও নিজের গান নিজেই লিখি।

তাই বিষয়টি অনুভব করতে পারি। আমাদের গান যারা শোনেন, তাদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতেই এ আয়োজন।’ আয়োজকদের সূত্রে জানা গেছে, ২ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে কনসার্ট, চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। গেটসেটরক ডটকমে পাওয়া যাচ্ছে টিকেট।

Featured