Home » ভক্তের গায়ে হাত তুললেন জ্যাকি শ্রফ
আন্তর্জাতিক বিনোদন

ভক্তের গায়ে হাত তুললেন জ্যাকি শ্রফ

বিনোদন ডেস্কবলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ। নব্বই দশকের এই অভিনেতাকে ডাকা হয় ‘জগ্গু দাদা’। এমনিতে খোশমেজাজে থাকলেও সম্প্রতি এক ভক্তের গায়ে হাত তুললেন এই অভিনেতা। এই ঘটনায় নেটদুনিয়ায় সমালোচনার শিকার হচ্ছেন তিনি। মুলত মুম্বইয়ে একটি অনুষ্ঠান শেষ করে বের হয়ে আসছিলেন জ্যাকি। এ সময় তার সাথে ছবি তোলার জন্য সবাই তাকে ঘিরে ধরে। একভক্ত ছবি তুলতে গিয়ে তার কোমরে হাত দিতেই অভিনেতা রেগে তার মাথায় চাটি মারেন। সেই ভক্তকে তিনি বলেন, আমি কি মেয়ে যে, কোমরে হাত দিচ্ছ। ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়। তার এমন কথায় সমালোচনার মুখে পরেন তিনি।নব্বইয়ের দশকে ‘হিরো’, ‘দুশমনি’, ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’, ‘রঙিলা’— একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। বর্তমানে নিজে কাজ না করলেও তার ছেলে টাইগার শ্রফ বলিউডের অন্যতম সফল নায়ক।

Featured