বিজন কর্মকার: বিশ্ব নারী দিবস। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী কনা। তবে তার সঙ্গে আছেন একজন পুরুষশিল্পীও। তিনি হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী মেহরাব
‘স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের’-এমন কথায় গানটি লিখেছেন তরুণ গীতিকার এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে।
গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, ‘আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে।
Add Comment