Home » চ্যানেল আই’তে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
চলচ্চিত্র লিড নিউজ

চ্যানেল আই’তে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার

এবারের ঈদ আয়োজনে ৭টি নতুন সিনেমার টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এরমধ্যে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় দেখা যাবে ‘পায়ের ছাপ’। অভিনয়ে-মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে প্রদীপ ঘোষ এর পরিচালনায় ‘বীরকন্যা প্রীতিলতা’। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, ইন্দ্রানী ঘটক প্রমুখ। তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে আওয়াল রেজার পরিচালনায় প্রচার হবে ‘মেঘ রোদ্দুর খেলা’। অভিনয়ে নাজনীন চুমকী, মিলি বাশার, মাজনুন মিজান প্রমুখ। ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে আবদুল কাইয়ুমের পরিচালনায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। অভিনয়ে আবুল কালাম আজাদ, জয়িতা মহলানবীশ, সামিয়া আক্তার বৃষ্টি প্রমুখ। ৫ম দিন প্রচার হবে ‘বসন্ত বিকেল’।

রফিক শিকদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন তানভীর তনু, শিপন মিত্র, সুবাহ প্রমুখ। ৬ষ্ঠ দিন একই সময়ে দেখা যাবে মাসুদ পথিকের ‘মায়া দ্যা লস্ট মাদার’। অভিনয়ে-জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার, প্রাণ রায় প্রমুখ। ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে রকিবুল আলম রকিবের ‘ভাইয়া রে’। অভিনয়ে রাসেল মিয়া, শবনম পারভীন, এলিনা শাম্মী প্রমুখ।

 

Featured