ডেস্ক রিপোর্ট:
বৃথা গেল সাকিবের চেষ্টা
মিরাজকে শর্ট বলে তুলে মেরেছিলেন কিষাণ, মিডউইকেট থেকে লং অনের দিকে ছুটে এসে ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব। শুরুতে হাত থেকে বেরিয়ে গেছে মনে হলেও ক্যাচটি নিয়েছেন বলে দাবি করছিলেন সাকিব। পরে নিজেই দেখাচ্ছিলেন, হাত থেকে বেরিয়ে গিয়েও ক্যাচটা মাটিতে পড়েনি, পড়েছিল হাতের ওপর। রিপ্লেতেও দেখা গেছে সেটিই। তবে সে হাতে পড়লেও শেষবার ক্যাচটি নেওয়ার আগে বল পড়েছিল মাটিতে। কিষাণ তাই অক্ষতই আছেন।
১০০ রানের জুটি
এবার মোস্তাফিজকে অন ড্রাইভে চার মেরেছেন কোহলি। কিষাণের সঙ্গে সে শটেই সেঞ্চুরি জুটি হয়ে গেছে তাঁর। ৮৯ বলেই দ্বিতীয় উইকেট জুটিতে উঠে গেল ১০০ রান। ২০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১১৬ রান।
আরেকটি সুযোগ
আবার লিটনের ক্যাচে কোহলির ক্যাচ? মোস্তাফিজকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলেছিলেন কোহলি। সামনে ডাইভ দিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন লিটন। বল হাতে গেলেও তার আগেই পড়েছে মাটিতে। লিটন নিজেই সংশয়ে ছিলেন, সফট সিগন্যালও ছিল নট আউট। রিপ্লেও নিশ্চিত করেছে সেটি।
ভারতের ১০০, সেঞ্চুরির পথে কিষাণ
ইনসাইড-আউট, হাঁটু তুলে মারা পুল—চট্টগ্রামে চলছে ‘কিষাণ-শো’। ১৭তম ওভারে পানি পানের বিরতির সময় ভারত পেরিয়ে গেছে ১০০, কিষাণ অপরাজিত ৬৬ বলে ৭৫ রানে। ফিফটির পর গতি বাড়িয়েছেন, শেষ ১৭ বলে তুলেছেন ২৫ রান। কোহলির সঙ্গে কিষাণের জুটি অবিচ্ছিন্ন ৮৮ রানে, যাতে কোহলির অবদান ১৯ রান।
ছুটছেন কিষাণ, কোহলির সঙ্গে ফিফটি জুটি
সুযোগ পেয়েই ঝলক দেখাচ্ছেন কিষাণ। ইবাদতকে পাঞ্চ করে চারের পর এক পা তুলে পুল করে মেরেছেন ছক্কা। এরপর এসেছে স্ট্রেইট ড্রাইভে চার। মাঝে লেগ বাই থেকে এসেছে আরেকটি চার। ধাওয়ান ফেরার পর কোহলির সঙ্গে জমে উঠছে কিষাণের জুটি, যেটি পেরিয়ে গেছে ফিফটি। ইবাদতের করা ১২তম ওভারে উঠেছে ১৮ রান, ১২ ওভার শেষে ১ উইকেটে ৬৭ রান ভারতের।
পরের ওভারে সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ৪৯ বলে ফিফটি পূর্ণ করে ফেলেছেন কিষাণ।
কোহলিকে জীবন দিলেন লিটন
নিজের দ্বিতীয় ওভারে কোহলির উইকেটও পেতে পারতেন মিরাজ। শর্ট মিডউইকেটে অধিনায়ক লিটন ফেলেছেন সহজতম ক্যাচ। ফ্লিক করতে গিয়ে আলগা ক্যাচ তুলেছিলেন কোহলি, ব্যক্তিগত ১ রানে। ঠিক পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে মিডউইকেট দিয়ে চার মেরে লিটনের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন কোহলি।
ভারত ৩৫/১, ৭ ওভার।
সেই মিরাজেই প্রথম ব্রেকথ্রু
দুই বাঁহাতির সামনে পঞ্চম ওভারে অফ স্পিনার মিরাজকে এনেছেন লিটন। মিরাজ সফল হলেন প্রথম বলেই। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে ব্যাট নিয়ে গিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন শিখর ধাওয়ান। ব্যাট প্যাডের খুব কাছাকাছি ছিল, আম্পায়ার মাইকেল গফ শুরুতে দেন নটআউট। বাংলাদেশ সফল হয়েছে রিভিউ নিয়ে। আল্ট্রা-এজে দেখা গেছে, ব্যাতের আগেই প্যাডে লেগেছিল বল। মিরাজের ডেলিভারির ট্র্যাজেক্টরি যেমন ছিল, তাতে দেখার বিষয় ছিল ইনসাইড-এজই। এরপরই আসলে নিশ্চিত হয়ে গেছে, আউট হচ্ছেন ধাওয়ান।
স্বপ্নের এক সিরিজে মিরাজ সফল আরেকবার।
মোস্তাফিজকে টানা দুই চার কিষাণের
মোস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক প্রান্তে ওপেন করতে এসেছেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের চ্যানেলে আঁটসাঁট বোলিং করার পর কিষাণকে জায়গা দিয়েছিলেন মোস্তাফিজ, তাতে হয়েছে টানা দুই চার। ব্যাকওয়ার্ড পয়েন্টের পর বাউন্ডারি এসেছে পয়েন্ট দিয়ে।
ভারত ৩ ওভারে ১৫/০।
ভারতকে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ?
কিষাণের সঙ্গে কুলদীপ
ভারত দলেও আছে দুটি পরিবর্তন। দুটিই অবশ্য চোটের কারণে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দীপক চাহার ছিটকে গেছেন, দলে এসেছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। অধিনায়কত্ব করতেছেন লোকেশ রাহুল।
ভারত একাদশ
ঈশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
টস
টানা তৃতীয় ম্যাচে টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্বাগত
২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, বাংলাদেশের লক্ষ্য এখন ভারতকে ধবলধোলাই। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচের লাইভ আপডেটে আপনাকে স্বাগত!
Add Comment