‘বিগ বস ১৩’-কে ঘিরে হিমাংশি চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন। ভাইজানের এই জনপ্রিয় রিয়েলিটি শো সম্পর্কে তিনি বলেছেন, ‘“বিগ বস ১৩”-এর অভিজ্ঞতা একদমই ভালো ছিল না। শো থেকে বের হওয়ার পর আমার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে আমাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। এই সবকিছু থেকে বের হতে অনেক সময় লেগেছিল। পরে বুঝতে পেরেছিলাম, এই রিয়েলিটি অনুষ্ঠানটিতে যাওয়া একদমই সঠিক সিদ্ধান্ত ছিল না।’
‘বিগ বস ১৩’-এর ঘর থেকেই হিমাংশি ও অসীম রিয়াজ একে অপরের প্রেমে পড়েন। তাঁদের ভালোবাসার কথা শুধু ‘বিগ বস’-এর চৌহদ্দির মধ্যেই সীমিত ছিল না। ‘বিগ বস’-এর বাসার বাইরেও হিমাংশি আর অসীমের প্রেমের গাড়ি চলছে।
হিমাংশি ‘বিগ বস’ সম্পর্কে আরও বলেছেন, ‘আমি যখন “বিগ বস ১৩”-এর বাইরে আসি, তখন অনেকে ভেবেছিল, এই রিয়েলিটি শো আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কিন্তু এটা মোটেও তা ছিল না। বরং এই রিয়েলিটি শোর পর আমি মানসিক অবসাদে ভুগছিলাম। “বিগ বস”–এর ঘরের বিভিন্ন নেতিবাচক ঘটনার জন্য অবসাদ ঘিরে ধরেছিল। এ সবকিছু প্রায় এক বছরের মতো সহ্য করেছিলাম।’
Add Comment