‘কেজিএফ’ সিনেমায় তারপর একটি সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পায়—‘একটা উপদেশ দিই, স্যারের পথে দাঁড়াতে যাবেন না।’

কৃষ্ণা জি রাও
ছবি : সংগৃহীত
২০১৮ সালে কেজিএফ সিনেমার প্রথম কিস্তির মৃত্যুর পর গত ৪ বছরে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। কৃষ্ণ জি রাও বেশ কয়েক বছর ধরে শিল্পে সহকারী ভূমিকায় কাজ করেছেন। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন কয়েক দশক ধরে।
সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘ন্যানো নারায়ণাপ্পা’র ট্রেলারও ইউটিউবে মুক্তি পেয়েছে। রাবণের মতো দশ মাথাওয়ালা একটি চরিত্রে দেখা গেছে। কৃষ্ণর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমের শোক প্রকাশ করেছেন কেজিএফ ভক্তরা। কিছুদিনের মধ্যেই জনপ্রিয় সিনেমা সৃষ্টি তৃতীয় কিস্তির কাজ শুরু হওয়ার কথা। প্রথম দুই কিস্তির মতো তৃতীয়টিতেও কাজ করার কথা ছিল কৃষ্ণর।
Add Comment